মুন্সীগঞ্জে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার লোহারপুল এলাকা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে পুকুরের পানিতে এক মধ্য বয়সী পুরুষের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম সাইফুল আলম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়ার পর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

2 hours ago
2









English (US) ·