ড্রয়ের পর আরও একটু সৌভাগ্যের আকাঙ্খা ব্রাজিলের কোচের

2 weeks ago 12

ব্রাজিল ফুটবল দলের প্রধান কোচ দরিভাল জুনিয়র মনে করেন, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ২০২৬ সালের বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তার দলের আরও ভালো ভাগ্য প্রাপ্য ছিল।

‘আমরা শেষ মুহূর্তের ‘ফিনিশিং’ এ মনোযোগ দিতে পারিনি, এবং এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল,’ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন কোচ। বাছাইপর্বে নিজেদের ১১তম ম্যাচে ব্রাজিল জয় পেতে ব্যর্থ হয় যখন ব্রাজিলের রিয়াল মাদ্রিদে খেলা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র একটি পেনাল্টি মিস করেন।

‘সমস্ত বিশ্লেষণের পরেও, যা ব্রাজিল এই ম্যাচে করেছে, তা আমাদের সৌভাগ্যের আরও কিছুটা প্রাপ্য করে তোলে। এটি ছিল একটি সুন্দর ম্যাচ, খোলামেলা এবং সৎ, যেখানে দুই দলের মধ্যমাঠের খেলাই প্রাধান্য পেয়েছে। আশা করছি আমরা আরও উন্নতি করতে পারব,’ যোগ করেন কোচ।

ব্রাজিল এর আগে অক্টোবর মাসের ম্যাচে চিলিকে ২-১ এবং পেরুকে ৪-০ গোলে পরাজিত করেছিল। ডোরিভাল জুনিয়র তার দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন, বিশেষ করে মাতুরিনের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রতিপক্ষের ওপর যে কৌশলে তারা চাপ সৃষ্টি করে।

‘আমি সন্তুষ্ট যে আমরা ম্যাচের পুরোটা সময় খেলাটা ধরে রেখেছি, প্রতিপক্ষকে চাপে রেখেছি এবং ব্রাজিলিয়ান ফুটবলের বৈশিষ্ট্য অনুযায়ী খেলেছি,’ বলেন ব্রাজিল কোচ।

ম্যাচের ৪৩তম মিনিটে রাফিনহার সরাসরি ফ্রি-কিক থেকে গোলের মাধ্যমে ব্রাজিল এগিয়ে যায়। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে সমতা ফিরিয়ে আনে ভেনেজুয়েলা। এই গোলে অ্যাসিস্ট করেন বোটাফোগোর খেলোয়াড় জেফারসন সাভারিনো।

‘আমাদের গোল হজমের সময় আমরা একটি বড় ভুল করেছি, তবে দল খুব আত্মবিশ্বাসী ছিল’ মন্তব্য করেন কোচ।

দরিভাল জুনিয়র সাভারিনোর পারফরম্যান্সের প্রশংসা করেন এবং বলেন, ‘সে ভাল খেলেছে এবং আমাদের জন্য কিছুটা সমস্যার সৃষ্টি করেছে।’

Read Entire Article