ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের প্রায় পাঁচ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের কাঁচপুর ব্রিজ থেকে সাইনবোর্ড পর্যন্ত যানজট দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, মহাসড়কের ঢাকাগামী লেনে দীর্ঘ ৪৫ মিনিটের বেশি সময় ধরে পরিবহনগুলো আটকে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিশুসহ বয়োবৃদ্ধ যাত্রীরা। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
কাঁচপুর থেকে গাড়িতে উঠেছেন ব্যবসায়ী আব্দুল মতিন। তিনি জানান, আধা ঘণ্টারও বেশি সময় পর তিনি কাঁচপুর থেকে চিটাগাংরোড এসেছেন। তার গন্তব্য শনিরআখড়া। বহুদিন পর আজ যানজটে ভোগান্তিতে পড়েছেন।
সোলাইমান নামের আরেক যাত্রী জানান, তিনি চিটাগাংরোড থেকে বাসে উঠেছেন। যাত্রাবাড়ী যাবেন। তার ভাষ্য, ২০ মিনিট ধরে গাড়িটি একই স্থানে রয়েছে।
কয়েকজন পরিবহনচালক জানান, ঢাকার মাতুয়াইল অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি থামিয়ে চেক করছে। এ কারণে যানজট সৃষ্টি হয়েছে। যানজট শুধু ঢাকাগামী লেনেই।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, ডিএমপির মাতুয়াইলে গাড়ি তল্লাশি হচ্ছে। এ কারণে যানজট সৃষ্টি হয়েছে। তবে সেখানকার পুলিশ গাড়ি ছাড়া শুরু করেছে বলে জানিয়েছে। এখনই যানজট ছুটে যাবে।
মো. আকাশ/এসআর/এমআইএইচএস