ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত : ছাত্রদল সভাপতি

5 hours ago 3
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গত ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত বলে অভিযোগ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।  মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে এ অভিযোগ করেন। ঢাবি উপাচার্যের কাছে রাকিবুল ইসলাম রাকিব প্রশ্ন রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত জামায়াতের প্রতি কেন এত নতজানু, সবিনয়ে আমরা জানতে চাই স্যার। ছাত্রদল সভাপতি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা উচ্চপদে রয়েছেন, তারা পুরোপুরি জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুরোপুরি জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত এবং জামায়াতের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। আজকে আমরা আমাদের বক্তব্য দিয়ে গেলাম। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও নির্বাচনসংশ্লিষ্টদের শিবিরের পক্ষপাতদুষ্ট উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার। তিনি বলেন, আগে থেকে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোটগ্রহণ হয়েছে।
Read Entire Article