ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বিজয় উৎসব অনুষ্ঠিত

2 weeks ago 6

৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, চারুকলা অনুষদের ডিন ড. মো. আজহারুল ইসলাম শেখ, শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. শেখ মনির উদ্দিন জুয়েল। সভাপতিত্বে করেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহীদুল জহির।

উৎসবে ক্ষুদে শিক্ষার্থী, শিশু-কিশোর, প্রতিবন্ধী শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ বিজয়ের গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।

এমএইচএ/বিএ/এমএস

Read Entire Article