ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা কফিল উদ্দিনের উঠান বৈঠক

2 hours ago 3

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর দক্ষিণখান থানায় উঠান বৈঠক করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তায় এ উঠান বৈঠক করেন তিনি। জনগণকে নির্বাচনমুখী করতে সম্ভাব্য এমপি প্রার্থীদের সম্পৃক্ত করে সারা দেশে নির্বাচনী ঢেউ তুলতে চায় বিএনপি। এর অংশ হিসেবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকতে হবে। দেশের গণতন্ত্রে উত্তোরণে নির্বাচনের বিকল্প নেই। 

উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে তিনি আরও বলেন, জনআকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এ ৩১ দফা হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। তাই ৩১ দফাকে মানুষের মাঝে ব্যাপক আকারে তুলে ধরতে হবে। এ লক্ষ্যে পাড়া-মহল্লায় প্রতিনিয়ত উঠান বৈঠকের আয়োজন করা হবে।

বিএনপি নেতা ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিন বলেন, আগামী নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে যিনিই ধানের শীষ পাবেন, তাকে বিজয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ হচ্ছে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। তাই আগামী দিনেও ধানের শীষে ভোট দেয়ার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। 

সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়া, সাবেক ছাত্রনেতা সেলিম সরকার, উত্তরা-পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

Read Entire Article