বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার (২৯ মে) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই সতর্কবার্তা জারি করা হয়।
নিজ দেশের নাগরিকদের উদ্দেশে দূতাবাস বলছে, বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যেকোনো বৃহৎ সমাবেশের আশপাশে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন।
ফেসবুক পেজে উল্লেখ করা হয়, ব্যক্তিগত নিরাপত্তার জন্য সতর্ক থাকুন। স্থানীয় অনুষ্ঠানসহ আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে খোঁজ রাখুন এবং আপডেট তথ্যের জন্য স্থানীয় সংবাদ কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করুন।