রাজধানী ঢাকার রাস্তাঘাট যেন এখন ব্যাটারিচালিত রিকশা, হকার আর দালালদের দখলে। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক—সব জায়গাতেই তাদের দাপট চোখে পড়ে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমন।
আজ (২০ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ঢাকার বিশৃঙ্খল সড়কব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই সংগীত পরিচালক। পোস্টে তিনি লেখেন, ‘সিলেটের রাস্তা যদি হকারমুক্ত, টেসলামুক্ত, ট্রেন স্টেশন দালালমুক্ত হতে পারে, ঢাকা কেন নয়?’
ইমনের এই প্রশ্ন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা ও হকারদের দৌরাত্ম্য এখন নিয়ন্ত্রণের বাইরে।
বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণে না থাকার মূল কারণ হলো দুর্বল তদারকি ও কার্যকর কোনো নীতিমালা না থাকা। অন্যদিকে সড়কের পাশে হকার ও স্টেশন এলাকায় দালালদের দৌরাত্ম্য শহরের চলাচল ব্যবস্থাকে আরও জটিল করে তুলেছে।
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে শওকত আলী ইমন প্রায় ৪০০ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমার সংগীত পরিচালনা করে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আরও পড়ুন:
২০ বছর পর শওকত আলী ইমন-আঁখি আলমগীর
পুরস্কার গ্রহণের অনুভূতি অসাধারণ: শওকত আলী ইমন
সামাজিক ইস্যু নিয়েও তিনি প্রায়ই নিজের মত প্রকাশ করে থাকেন। এবারও ঢাকার সড়কব্যবস্থা নিয়ে তার খোলামেলা বক্তব্য নতুন করে আলোচনায় এনে দিল তাকে।
এমএমএফ/এএসএম