রাজধানীর ভাটারা এলাকায় দ্রুতগামী তেলের লরির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ওই যুবককে গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওই যুবককে নিয়ে আসা রাজু আহমেদ নামের পথচারী জানান, ভাটারার জি ব্লক ৫ নম্বর রোডের বারিধারা এলাকায় দ্রুতগামী একটি তেলের লরি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছিটকে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, ওই যুবকের নাম-পরিচয় জানতে পারেনি। পাশেই একটা রিকশা পড়েছিল। ধারণা করছি তিনি রিকশাচালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কাজী আল-আমিন/এমআইএইচএস