ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে উপচেপড়া ভিড়

2 months ago 32

ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। রোববার (১৫ জুন) থেকে শুরু সরকারি অফিস। ছুটির শেষ দিনে রাজধানীতে ফিরছে মানুষ।

শনিবার (১৪ জুন) সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছিলেন হাজারো মানুষ। সেই আনন্দ উদযাপন শেষে এখন কর্মস্থল ঢাকায় ফিরছেন তারা।

কমলাপুর রেলওয়ে স্টেশনের তথ্যসেবা কেন্দ্রের জোবায়ের হোসেন জাগো নিউজকে জানান, আজ (শনিবার) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৬ টি ট্রেন কমলাপুর পৌঁছেছে। এর মধ্যে বুড়িমারী, রংপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস- এই ৩ টি ট্রেন বিলম্বে এসেছে। সবগুলো ট্রেনই যাত্রী বোঝাই করে ঢাকা এসেছে।

এদিন সকাল সাড়ে ৯টায় কমলাপুর রেল স্টেশনে কথা হয় জামালপুর থেকে আসা যাত্রী নাকিবুল আহসানের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, প্রিয়জনদের ছেড়ে এসেছি, তাই খারাপ লাগছে। তবে ১৫ দিন আগেই ফিরতি টিকেট কেটে রেখেছিলাম। তাই কোনো ঝামেলা ছাড়াই এসেছি।

পরিবারসহ ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জানে আলম। তিনি বলেন, খুলনা থেকে এসেছি। বেশিরভাগ সময় বাসে আসা যাওয়া হয়। বাচ্চাদের শখ, তাই এবার ট্রেনে এসেছি।

আরএএস/এএমএ/এমএস

Read Entire Article