রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো (বিসিজিটিএক্স)। এ এক্সপো চলবে আগামী শনিবার (২৫ অক্টোবর) পর্যন্ত।
সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড ও চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও সাংহাই ক্লাইমেট উইক। অনুষ্ঠানে টেকসই উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া হয়, যার লক্ষ্য ২০২৮ সালের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতকে সম্পূর্ণ পরিবেশবান্ধব বা ‘গ্রিন’ হিসেবে গড়ে তোলা।
প্রদর্শনীটিতে বাংলাদেশ ও চীনের শীর্ষস্থানীয় বস্ত্র ও পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। তারা পরিবেশবান্ধব ও টেকসই বস্ত্র প্রযুক্তি এবং উদ্ভাবন প্রদর্শন করছেন। আয়োজকরা জানান, এই এক্সপো বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে, বিশেষ করে গ্রিন ইনোভেশন ও টেকসই শিল্পচর্চার ক্ষেত্রে ভবিষ্যৎমুখী বস্ত্র উন্নয়নের এক মানদণ্ড স্থাপন করবে।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধান অতিথি হিসেবে এ এক্সপোর উদ্বোধন করেন। ইয়াও ওয়েন তার বক্তব্যে বাংলাদেশে পরিবেশবান্ধব পোশাক উৎপাদন ব্যবস্থার রূপান্তর প্রক্রিয়ায় চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমি নিশ্চিত, ২০২৮ সালের মধ্যেই বাংলাদেশের তৈরি পোশাক খাত সম্পূর্ণরূপে গ্রিন বা পরিবেশবান্ধব হয়ে উঠবে।’
অনুষ্ঠানে বিজিএমইএ এর ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমান, বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, বিসিসিসিআই সভাপতি মো. খোরশেদ আলম, সিইএবি সভাপতি হান কুন, সাংহাই ক্লাইমেট উইকের এক্সিকিউটিভ কমিটির নির্বাহী মহাসচিব গুয়ান জিয়ে, জিয়াংনান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফু জিয়াজিয়া, সিইএবি টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট শাখার প্রেসিডেন্ট গা ঝেনইউ (মাইক গা) এবং সেভর ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএমএ/এমএমকে/জেআইএম