ঢাকায় শীত জেঁকে বসতে পারে কবে?

2 months ago 40

দেশের উত্তরে শীত জেঁকে বসেছে আগেই। সেদিক থেকে দেখলে ঢাকায় শীত এখনো পুরোদমে আসেনি। তবে সন্ধ্যা লাগতেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়া শুরু করে। ডিসেম্বরের শুরু থেকেই এমন কুয়াশা দেখা যাচ্ছে। যা দিন যত যাচ্ছে আরও বাড়ছে। এতে করে তাপমাত্রা কিছুটা কমে আসছে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনের মধ্যে কুয়াশার পরিমাণ আরও বাড়বে। ধারণা করা হচ্ছে মাসের শেষের দিকে পুরোদমে শীত জেঁকে বসতে পারে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে। 

শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

তবে আগামী ৯ ডিসেম্বর সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Read Entire Article