ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জগন্নাথ হল পরিদর্শন করেছেন। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুলাহ্-আল-মামুন উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল ও আবাসিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
উপাচার্য বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই দেশকে সামনে এগিয়ে নিতে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা : সৌহার্দ্যের আলো ছড়াতে গত ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে ‘২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬২টি বিতর্ক দল এতে অংশগ্রহণ করে। জগন্নাথ হল বিতর্ক ক্লাব ‘বিতর্ক-একটি তার্কিক সংগঠন’ এই প্রতিযোগিতা আয়োজন করেছে। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে স্কুল-কলেজ পর্যায়ের বিতর্কে ২৬টি দল অংশ নেয়। গতকাল ৩০ নভেম্বর শনিবার উৎসবের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় ৩৬টি দল অংশগ্রহণ করে।
এ প্রতিযোগিতায় বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষিত বিবেচনায় প্রাসঙ্গিক বিষয়বস্তু নিয়ে প্রাণবন্ত বিতর্কে মাতেন বিতার্কিকরা। আজ ১ ডিসেম্বর জগন্নাথ হল প্রাঙ্গণে ‘২য় সৌহার্দ্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ এর সমাপনী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।