ঢাবি ছাত্রদলের বাইক সার্ভিসে পরীক্ষা দিয়ে চান্স পেলেন তুহিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার দিন প্রবেশপত্র হারিয়ে দুশ্চিন্তায় পড়েন তুহিন ইসলাম। ফোন না থাকায় পরিবারের কারও সঙ্গেও যোগাযোগ করতে পারেননি। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায় জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ানস্টপ’ সেবা। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহের পাশাপাশি দ্রুত পরীক্ষার হলে পৌঁছানোর ব্যবস্থা করায় শেষ পর্যন্ত সময়মতো পরীক্ষা দিতে পারেন তিনি। অবশেষে সেই তুহিন ইসলামই ‘খ’ ইউনিটের বিজ্ঞান বিভাগ থেকে ২৩৬তম হয়ে ঢাবিতে চান্স পেয়েছেন।
তুহিন ইসলামের বাড়ি রংপুরে। তিনি রাজধানীর নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।
গত ২৫ জানুয়ারি ঢাবির ভর্তি পরীক্ষার দিন আজিমপুরের হিউম্যান অ্যাপ্লাইড কলেজ ছিল তুহিন ইসলামের পরীক্ষা কেন্দ্র। সকালে টিএসসিতে এসে বুঝতে পারেন, তার এডমিট কার্ড নেই, এমনকি ফোনও সঙ্গে নেই। এতে হতাশ হয়ে পড়লেও ঢাবি ছাত্রদলের ওয়ানস্টপ সেবার কথা শুনে তাদের সহায়তা চান তিনি। তখন ছাত্রদলের কর্মীরা অনলাইনে তার এডমিট কার্ড বের করে প্রিন্ট করে দেন। কিন্তু ততক্ষণে পরীক্ষা শুরুর সময় ঘনিয়ে আসে। দ্রুত কেন্দ্র পৌঁছানোর জন্য ছাত্রদলের বাইক সার্ভিসের মাধ্যমে তাকে পরীক্ষার হলে পাঠানো হয়।
পরীক্ষা শেষ করে সেদিনই নিজের ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে তুহিন লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’ সাহায্য না করলে হয়তো আজ পরীক্ষাই দিতে পারতাম না।’ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পরও ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরেকটি পোস্ট করেছেন।
এদিকে পরীক্ষার দিন বাইক সার্ভিসে সহযোগিতা করা এম.এম. মোমিতুর রহমান পিয়াল বলেন, ‘ভর্তি পরীক্ষার দিন আমরা ১৪টি ওয়ানস্টপ সেবা চালু করেছিলাম, যার মধ্যে বাইক সার্ভিস অন্যতম। তুহিন ভাইয়া আমাদের জানালে দ্রুত তার এডমিট কার্ড বের করে দিই এবং বাইকে করে পরীক্ষার হলে পৌঁছে দিই। চান্স পাওয়ায় আমরা আনন্দিত।’