ঢাবিতে ছাত্রদলের হল কমিটিতে বিতর্কিতরা, তদন্তে কমিটি

1 month ago 35
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখার আহ্বায়ক কমিটি এক বছরের জন্য অনুমোদন করেছেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তবে নতুন কমিটিতে বিতর্কিতদের পদায়ন করার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন ও সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেছে শাখা ছাত্রদল। আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। এ ব্যাপারে সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস গণমাধ্যমকে বলেন, সংগঠনের কমিটি গঠন প্রক্রিয়ায় একই পদের জন্য একাধিক যোগ্য কর্মী থাকার কারণে সবাইকে তার কাঙ্ক্ষিত পদে দায়িত্ব দেওয়া সম্ভব হয়ে ওঠে না। নবপ্রকাশিত কমিটিতে পদায়িত কেউ যদি অনৈতিক কার্যক্রমে যুক্ত থাকেন কিংবা সদস্য ফরম ও কমিটি গঠন প্রক্রিয়ায় তথ্য গোপন করে থাকেন, তবে তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, গত সেপ্টেম্বর-অক্টোবর থেকে যারা আমাদের প্রাথমিক সদস্য পদ পূরণ করে আমাদের সঙ্গে থেকেছে এবং অভ্যুত্থানের আগেও আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের আমরা কমিটিতে রাখার চেষ্টা করেছি। এরপরও যদি কেউ পরিচয় গোপন করে থাকে, তাহলে আমরা সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেব। আমরা ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছি।
Read Entire Article