ঢাবিতে মঙ্গলবার থেকে চালু হচ্ছে ক্যাম্পাস শাটল

3 months ago 13

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত পরিবহন সুবিধা ‘ক্যাম্পাস শাটল’ সেবা অবশেষে চালু হতে যাচ্ছে। পরিবেশবান্ধব এই উদ্যোগ নিয়েছে গ্রিন ফিউচার ফাউন্ডেশন। শুরুতে পরীক্ষামূলকভাবে চারটি ইলেকট্রিক ভেহিকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু করা হচ্ছে। যা শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করবে বলে জানিয়েছে সংগঠনটি।

ঢাবিতে মঙ্গলবার থেকে চালু হচ্ছে ক্যাম্পাস শাটল

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টা থেকে চারটি নির্ধারিত রুটে এই ইলেকট্রিক যানগুলো চক্রাকারে চলাচল করবে। প্রতিটি শাটলে ১৪ জন শিক্ষার্থী বসার ব্যবস্থা থাকবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ২০ টাকা। প্রতিটি শাটলে থাকবে একজন করে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক। যিনি ভাড়া সংগ্রহের পাশাপাশি সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবেন। এই স্বেচ্ছাসেবকরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

গ্রিন ফিউচার ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার মাহাবুব তালুকদার (মহিউদ্দিন) জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শাটলের সংখ্যা বাড়ানো হবে।

ঢাবিতে মঙ্গলবার থেকে চালু হচ্ছে ক্যাম্পাস শাটল

প্রথম ধাপে কুয়েত মৈত্রী হল ও আশপাশের হলের শিক্ষার্থীরা এই সেবার আওতায় আসবেন। পরিবেশবান্ধব এই পরিবহন ব্যবস্থা ক্যাম্পাসে নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ঢাবিতে মঙ্গলবার থেকে চালু হচ্ছে ক্যাম্পাস শাটল

ঢাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় ক্যাম্পাসজুড়ে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীদের মতে এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়জীবনকে আরও সহজ ও নিরাপদ করবে।

ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রহমান মনে করেন, এই উদ্যোগ কেন্দ্র করে ক্যাম্পাসে এরই মধ্যেই ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। যেহেতু ভাড়া তুলনামূলক কম, পাশাপাশি পরিবেশবান্ধব তাই এটি শুধু একটি পরিবহন সেবা নয় বরং একটি পরিবেশবান্ধব সচেতনতা তৈরির পথপ্রদর্শকও হবে।

এফএআর/এমআইএইচএস/এমএস

Read Entire Article