ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট পাস করেছেন ১১ হাজার ৩১০ জন শিক্ষার্থী। পাসের হার ৯ দশমিক ৮৫ শতাংশ। আগামী ২৪ মার্চ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিট অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী। ফলাফল বাতিল করা হয়েছে ১০৮ শিক্ষার্থীর।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষায় মোট পাস করেছেন ১১ হাজার ৩১০ জন। এর মধ্যে মানবিক বিভাগের ৫ হাজার ৭১৪ জন, বিজ্ঞানে ৪ হাজার ৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৭৩৯ জন। গড় পাসের হার ৯ দশমিক ৮৫ শতাংশ।
গত ২৫ জানুয়ারি কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। এর মধ্যে মানবিকে ১ হাজার ৭০৭, বিজ্ঞানে ৯৪৪ এবং ব্যবসায় শিক্ষায় ২৮৩টি আসন বরাদ্দ রয়েছে।
ফলাফল জানা যাবে যেভাবে
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী তার এইচএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
তাছাড়া আবেদনকারীরা গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU ALS টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।
ভর্তি কার্যক্রম শুরু ২৪ মার্চ
এদিকে, প্রকাশিত ফলাফলে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের জন্য ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে। ৩ দফা কার্যক্রম সম্পন্নের পর শিক্ষার্থীরা তাদের ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করতে পারবেন। সেগুলো হলো-
১. উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের আগামী ২৪ মার্চ বিকাল ৩টা থেকে ১৬ এপ্রিল বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
আরও পড়ুন
২. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৩-১৭ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ডিন অফিসে জমা দিতে হবে।
৩. ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৯-১৩ মার্চ পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
ভর্তি সংক্রান্ত গুরুত্তপূর্ণ সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিটের নোটিশ থেকে জানা যাবে।
এএএইচ/এমকেআর/জেআইএম