ঢাবির হলগুলোতে মানসম্মত ওয়াইফাই সংযোগ প্রদান শুরু

1 month ago 29
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের উদ্যোগে এবং বিটিসিএল-এর কারিগরি সহায়তায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কক্ষে মানসম্মত ওয়াইফাই ইন্টারনেট সংযোগ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য কবি জসীমউদদীন হল পরিদর্শন করেন এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে অমর একুশে হল, কবি জসীমউদদীন হল এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের কক্ষে এই ইন্টারনেট সংযোগ প্রদানের কাজ সম্পন্ন হয়েছে। আবাসিক শিক্ষার্থীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই সেবা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে সকল আবাসিক হলকে এই ওয়াইফাই ইন্টারনেট সেবার আওতায় আনা হবে। এ সময় শিক্ষার্থীরা সংযোগসংক্রান্ত কিছু অভিযোগ করলে কোষাধ্যক্ষ তাৎক্ষণিকভাবে বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেন। বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ইন্টারনেট সংযোগসংক্রান্ত সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩টি ফ্লোরে ৩৮টি ওয়াইফাই এক্সেস পয়েন্ট স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহারকারী শিক্ষার্থীদের জন্য এই সেবা উন্মুক্ত করা হবে।
Read Entire Article