ঢাবির হলে ছাত্রদল নেতার ফ্রি মেডিকেল ক্যাম্প

3 months ago 41

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়েছেন ঢাবি‌ ছাত্রদলের কবি জসীমউদ্‌দীন হল শাখার প্রচার সম্পাদক তানভীর বারী হামিম। তার প্রতিষ্ঠান কমল মেডি এইড, ঢাবি এই ক্যাম্পের আয়োজন করে।

শনিবার (১০ মে) সকাল ১০টা থেকেই চলছে ফ্রি চিকিৎসাসেবা। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ক্যাম্প থেকে হাজারের অধিক শিক্ষার্থী ও হলের কর্মকর্তা-কর্মচারী চিকিৎসা নিয়েছেন। ৮টি বিভাগের চিকিৎসক দিয়ে চলছে এই ক্যাম্প। এছাড়াও ক‍্যাম্পটিতে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তের চাপ পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষা সেবাও দেওয়া হচ্ছে। 

হামিম দুপুর দুইটায় কালবেলাকে জানান, ৯৯৩ শিক্ষার্থী এই ক্যাম্প থেকে চিকিৎসাসেবা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল। তারা বাদেও হলের অনেক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী চিকিৎসা নিচ্ছেন। দুপুর একটায় ক্যাম্পের কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের অতিরিক্ত চাপের কারণে ক্যাম্প এখনো চলমান রয়েছে।

এদিন সকালে ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও শাখা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুঁইয়া ইমন।

হামিম বলেন, আজ রোকেয়া হলে শুরু হয়েছে। এরপর যথাক্রমে মেয়েদের বাকি ৪টি হলেও মেডিকেল ক‍্যাম্প আয়োজন করা হবে। বিশ্ববিদ‍্যালয় প্রশাসন আন্তরিকভাবে অনুপ্রেরণা জোগাচ্ছে যা প্রশংসনীয়।

এদিকে ছাত্রদল নেতা হামিমের এমন কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনগুলোকে শিক্ষার্থীদের জন্য উপকারী এরকম ইতিবাচক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Read Entire Article