তবে কি বন্ধ হয়ে যাচ্ছে মণিহার সিনেমা হল?

5 days ago 5
যশোরে ৪২ বছর আগে তৈরি হওয়া ঐতিহ্যবাহী ‘মণিহার’ সিনেমা হল। সম্প্রতি জানা গেছে, হলটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। মণিহার সিনেমা হল দেখাশোনা করেন তোফাজ্জল হোসেন। গণমাধ্যমে তিনি বলেন, ‘হল এখনো বন্ধ হয়নি। কিন্তু, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।’ তোফাজ্জল ‍আরও বলেন, ‘শুধু ঈদের সময় হলে ভালোভাবে সিনেমা চলে। আমাদের  সিঙ্গেল হলটি ছাড়াও একটি মাল্টিপ্লেক্স হল রয়েছে।’ ‘এখন তেমন সিনেমা নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘ভালো সিনেমা না থাকলে সিনেমা হল কীভাবে চলবে? এভাবে তো চালানো যায় না। তাই আমরা পরিকল্পনা করছি সিঙ্গেল হলটি বন্ধ করে দেওয়ার।’ সিনেমা হলটির জায়গায় অন্যকিছু নির্মাণ হলেও ‘মণিহার সিনেপ্লেক্স’র সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানান তোফাজ্জল। যশোরের ‘মণিহার’ বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল। ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। হলের সিট সংখ্যা এক হাজার ৪৩০টি।
Read Entire Article