তরমুজের বীজ

2 days ago 12
গরমে ঠান্ডা, মিষ্টি তরমুজ একটুখানি শান্তি এনে দেয়। ফলের দোকানে বা বাসায় কাটতে বসলে অনেকেই একটু বেশি খেয়ে ফেলেন— এই ফলটির স্বাদই এমন। কিন্তু খাওয়ার সময় একটা জিনিস প্রায়ই মাথায় আসে— এই বীজগুলো যদি গিলে ফেলি, কোনো সমস্যা হবে না তো? অনেকেই ভাবেন, তরমুজের বীজ খেলে পেটে ব্যথা বা হজমে সমস্যা হতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আসলে তরমুজের বীজ খাওয়া শুধু নিরাপদই নয় বরং এতে রয়েছে নানা উপকারও। তরমুজের বীজে কী থাকে? তরমুজের বীজে থাকে প্রচুর প্রোটিন, আয়রন, ফোলেট, নিয়াসিন, লাইকোপেনসহ নানা পুষ্টিকর উপাদান। এক কাপ বীজে যে পরিমাণ প্রোটিন পাওয়া যায়, তা একজন সুস্থ মানুষের দৈনিক চাহিদার প্রায় ৬০% পর্যন্ত পূরণ করতে পারে! তবে যাদের হজমে সমস্যা রয়েছে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে মাঝে মাঝে একটু অস্বস্তি হতে পারে। তাই যদি আগে থেকেই এমন সমস্যা থাকে, তবে বেশি খাওয়া থেকে বিরত থাকাই ভালো। তরমুজের বীজের কিছু স্বাস্থ্য উপকারিতা ১. চুল ও ত্বকের যত্নে সহায়ক তরমুজের বীজে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, যা ত্বক মসৃণ রাখতে ও চুল ভালো রাখতে সাহায্য করে। ত্বকে যদি প্রদাহ বা ব্রণের সমস্যা থাকে, তা কমাতেও এটি কার্যকর হতে পারে। ২. হৃদযন্ত্রের জন্য উপকারী এই বীজে আছে মনো ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সাহায্য করে। এতে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও কমে। তরমুজের বীজে থাকা ম্যাগনেসিয়াম হৃদযন্ত্রের জন্য বিশেষ উপকারী। ৩. হাড় ও পেশির গঠনে সাহায্য করে শুধু ক্যালসিয়াম নয়, হাড়ের জন্য আরও অনেক দরকারি খনিজ উপাদান পাওয়া যায় তরমুজের বীজে। এটি পেশির গঠনেও সহায়তা করে। তরমুজ খাওয়ার সময় যদি কিছু বীজ গিলে ফেলেন, চিন্তার কিছু নেই। বরং এটি আপনার শরীরের উপকারেই আসতে পারে। তবে অতিরিক্ত খাওয়া বা হজমের সমস্যা থাকলে সতর্ক থাকাই ভালো। আর যদি আপনি একটু স্বাস্থ্য সচেতন হন, তাহলে তরমুজের বীজ শুকিয়ে হালকা ভেজে স্ন্যাকস হিসেবেও খেতে পারেন! সূত্র : হেল্থ শটস
Read Entire Article