তরুণদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি : তেনজিং 

2 hours ago 3

বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং বলেছেন, ১৬ বছর গণতন্ত্রের জন্য জনগণ রক্ত দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা হবে। আগামী জাতীয় নির্বাচন নজির সৃষ্টিকারী নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্দ্বীপ বিএনপির পার্টি অফিসের সামনে থেকে সেনের হাট হয়ে এনাম নাহার পর্যন্ত বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তেনজিং বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে নরকে পরিণত করেছে। সারা দেশকে কারাগারে পরিণত করে। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি-ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে।

নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, মানুষ যাকে ভোট দিবে, তিনি নির্বাচিত হবেন। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি বলেন, যতগুলো সংস্কার হয়েছে তার সিংহভাগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল মেনে নিয়েছে। ৬০০-এর ওপরে সংস্কার মানা হয়েছে মাত্র কিছুসংখ্যক সংস্কারে সমস্যা আছে, ওইটাও মিটে যাবে। এতগুলো মানার পরে তারা যদি বলে পিআর পদ্ধতি, গণভোটের পদ্ধতি এগুলো চরমভাবে বাড়াবাড়ি। বাংলাদেশের মনুষ গণতন্ত্রের জন্য লড়াই করে, নিজের জীবন বিপন্ন করে কিন্তু বাড়াবাড়ি পছন্দ করে না।

এ সময় সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজমত আলী বাহাদুর, যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার জিএস, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, পৌরসভা বিএনপির সদস্য জাহেদ কামাল, মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সাইফুল ইসলাম টুটুল, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাজী নিজামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read Entire Article