তরুণীকে ব্ল্যাকমেইল করে ২১ ভরি সোনার গহনা আত্মসাৎ

3 months ago 46

চট্টগ্রামে ১৮ বছর বয়সী এক তরুণীকে ব্ল্যাকমেইল করে ও তার অশ্লীল ছবি বানিয়ে অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে কয়েক দফায় ২১ ভরি সোনার গহনা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত শাফায়েত উল্লাহ আকাশ (১৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) রাতে নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে আত্মসাৎকৃত ১৬ ভরি গহনা এবং সোনা বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। তাকে শুক্রবার (২৩ মে) আদালতে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ঘটনার শুরু মার্চ মাসে। ভিকটিম তরুণী অর্পনাচরণ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয়। এর সূত্র ধরে হোয়াটসঅ্যাপে ভিকটিমের কয়েকটি ছবি নেয় আকাশ। পরে ছবিগুলো এডিটের মাধ্যমে আপত্তিকর ও অশ্লীল করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক দফায় টাকা দাবি করেন আসামি আকাশ। নিজের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হয়ে মায়ের গহনা এনে আসামিকে দিয়ে দেন ভিকটিম। এভাবে ৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ভিকটিম থেকে দফায় দফায় ২১ ভরি সোনার গহনা হাতিয়ে নেন প্রতারক আকাশ। ১ লাখ ৯০ হাজার টাকাও নেন তিনি। পরে উপায়ান্তর না দেখে থানার শরণাপন্ন হন ভিকটিম।

অভিযোগ পেয়েই দ্রুত অভিযান চালিয়ে চকবাজার এলাকা থেকে আসামি শাফায়েত উল্লাহ আকাশকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রতারণা ও আত্মসাতের কথা স্বীকার করেন আসামি। তার স্বীকারোক্তি মোতাবেক ১৬ ভরি সোনার গহনা এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।

এমডিআইএইচ/এএমএ

Read Entire Article