তাইজুলের ফাইফারের পরেও লঙ্কানদের বড় লিড

2 months ago 7
কলম্বো টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের পর লাঞ্চের ঠিক আগে যেন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেশনের শেষে আবারও অলআউট হলেও হাসিমুখ থাকবে শ্রীলঙ্কার ড্রেসিংরুমে। নিজেদের প্রথম ইনিংসে যে ৪৫৮ রান তুলে ২১১ রানের বিশাল লিড নিয়েছে স্বাগতিকরা। প্রথম সেশনে বাংলাদেশের বোলাররা কিছুটা দাপট দেখালেও কুশল মেন্ডিসের ৮৪ রানের ঝলক আর কামিন্দু মেন্ডিসের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসেই লিড বড় হয়ে ওঠে। এর আগে শুরুর সুরটা বাঁধেন ওপেনার পাথুম নিশাঙ্কা। দুর্দান্ত এক ইনিংসে ১৫৮ রান করে ইনিংসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন দিনেশ চান্দিমাল, যিনি ৯৩ রানের ইনিংসে ম্যাচটা নিয়ে যান শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৪২.৫ ওভারে ১৩১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় সেরা বোলার ছিলেন নাঈম হাসান, যিনি ৩টি উইকেট দখল করেন। কিন্তু মাঠে বারবার ধসে পড়েছে বাংলাদেশের ফিল্ডিং, কুশল মেন্ডিসের রানআউট ছাড়া বড় কোনো প্রভাব রাখতে পারেননি কেউ। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ২৪৭ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এখন চ্যালেঞ্জ বাংলাদেশের ব্যাটারদের সামনে—কীভাবে সামলাবে ২১১ রানের ঘাটতি এবং শেষ ৫০ ওভারে কতটা লড়াই করতে পারে তারা? এই টেস্ট ম্যাচে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ইনিংসে চাই মমিনুল, মুশফিক, লিটনদের কাছ থেকে সাহসী ব্যাটিং। প্রশ্ন এখন—এই ব্যাটিং লাইনআপ কি পারবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে?
Read Entire Article