তাদের একদিন মাশুল দিতে হবে : সালাউদ্দিন টুকু

2 months ago 36

অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাও আব্দুল হামিদ খান ভাসানীর কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসতে পারেনি। এ জন্য তাদের কিন্তু একদিন মাশুল দিতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভাসানীর মৃত্যুবার্ষিকীতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কেউ আসতে পারেনি। এটা বড় দুঃখের বিষয়। তাদের আসা উচিত ছিল। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরে ক্ষমতায় বসেছে অন্তর্বর্তী সরকার।

তিনি আরও বলেন, গুণীজনের কদর একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানই দিতে জানেন। একমাত্র ফ্যাসিবাদী আওয়ামী লীগ এই গুণীজনকে কদর করেনি। কারণ আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সন্তান খুবই কম, নেই বললেই চলে।

টুকু বলেন, আজ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়। 

Read Entire Article