তানভীর ইসলাম আর মেহেদী হাসান মিরাজ দুই সেট ব্যাটার পাথুম নিশাঙ্কা আর কামিন্দু মেন্ডিসকে ফেরালেও কুশল মেন্ডিসের ফিফটিতে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ৫৮ বলে ফিফটি হাঁকিয়েছেন কুশল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৩৮ রান। কুশল ৬৪ আর চারিথ আসালাঙ্কা ১৯ রানে অপরাজিত আছেন।
পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কান শিবিরে শুরুতেই আঘাত হানেন তানজিম হাসান সাকিব। নিশান মাদুশকার উইকেট তুলে নিয়েছেন তিনি। লঙ্কান ওপেনারকে ১ রানের (৬ বলে) বেশি করতে দেননি ডানহাতি টাইগার পেসার।
শুরু থেকেই ব্যাট হাতে সংগ্রাম করছিলেন মাদুশকা। তাসকিনের বলে কয়েকবার পরাস্ত হয়েছিলেন তিনি। অবশেষে ইনিংসের চতুর্থ ওভারে তানজিম সাকিবের প্রথম বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন লঙ্কান ব্যাটার।
আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা অবশ্য সেট হয়ে গিয়েছিলেন। ৪৭ বলে ৩৫ রান করা নিশাঙ্কাকে থামান আগের ম্যাচের নায়ক তানভীর ইসলাম। তাকে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে পারভেজ হোসেন ইমনের সহজ ক্যাচ হন নিশাঙ্কা।
এরপর ১৬ রান করে কামিন্দু মেন্ডিস এলবিডব্লিউ হন মেহেদী হাসান মিরাজের বলে। ১০০ রানে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।
এমএমআর/এমএস