তানিন সুবহাকে নিয়ে যা বললেন সনি রহমান 

2 months ago 35

চিত্রনায়িকা তানিন সুবহার ব্রেইন কাজ করছে না। চিকিৎসকরা অফিসিয়ালি তার ব্যাপারে রোববার রাতে সিদ্ধান্ত জানাবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য ও অভিনেতা সনি রহমান।  

সনি রহমান বলেন, তানিনের মৃত্যুর ব্যাপারে এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা মুক্তি হাসপাতালেই অবস্থান করছেন। যেহেতু ডাক্তারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি সুতরাং কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল তথ্য প্রচার কিংবা ঘোষণা না দেওয়ার জন্য অনুরোধ করছি। 

তিনি আরও বলেন, অফিসিয়ালি কোনো ঘোষণা পেলে বা তথ্য পেলে আমরা অবশ্যই জানিয়ে দেবো।

গত ২ জুন রাতে তানিন সুবহাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 

গত দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। তার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান নাটক-সিনামায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখিয়ে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। পরবর্তীতে নাটকে ব্যস্ত হয়ে ওঠেন তিনি। অভিনয়ের পাশাপাশি পার্লারের ব্যবসাও ছিল তার।

Read Entire Article