তামিম ইকবালের শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৫ মার্চ) রাতে চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিতে যান হাসপাতালে যান তারেক রহমানের প্রতিনিধিদল।
তারেক রহমানের প্রতিনিধিদলে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক, মেহেদুল ইসলাম, ডা. শাহ আমান উল্লাহ আমান ও তারেক রহমানের মামাতো ভাই আভীক ইস্কান্দার।
কেএইচ/এমআইএইচএস/জেআইএম