বিশাখাপত্তনম স্টেডিয়ামে আরও একটি রান উৎসব দেখা অপেক্ষা করছিলেন দর্শকরা। তাদের এমন আশা অমূলক নয় মোটেও। কেননা সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ মানেই তো রানের বন্যা বইয়ে যাওয়ার কথা।
কিন্তু আজ রোববার তেমনটি হয়নি। মূলত হায়দরাবাদকে সেটি করতে দেননি দিল্লি ক্যাপিটালসের পেসার মিচেল স্টার্ক। শুরুতেই হায়দরাবাদের শিবিরে অতর্কিত আক্রমণ চালিয়ে শক্তি শেষ করে দেন এ গতিতারকা। যার ফলে ১৬৩ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। মাত্র ৩৫ রান খরচায় ৫ উইকেট শিকার করেন স্টার্ক। জবাবে ২৪ বল আর ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি।
বিস্তারিত আসছে...
এমএইচ/