তারেক-ইউনূস বৈঠককে ‘ঐতিহাসিক’ বলছে বিএনপি

2 months ago 4

বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে দলীয়ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৬ জুন) রাতে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকে লন্ডনের এই বৈঠককে ‘ঐতিহাসিক ও ফলপ্রসূ’ হিসেবে আখ্যায়িত করা হয়।

দলীয় বিবৃতিতে জানানো হয়, বৈঠকটি ‘পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন

বৈঠকে স্থায়ী কমিটির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়। তারা মনে করেন, এই বৈঠকে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, যা জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা ও জনগণের আকাঙ্ক্ষাকে সফলভাবে উপস্থাপন করেছে।

দলের ভাষ্যমতে, বহুল প্রতীক্ষিত এই বৈঠক বিএনপির কূটনৈতিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে স্পষ্ট হয়েছে যে, দলের নেতৃত্ব জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে অবিচল রয়েছে।

কেএইচ/এএমএ

Read Entire Article