‘তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

3 months ago 44

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় তেঁতলি গ্রামের নিজ বাড়িতে দেশ ও প্রবাসীদের নানা সমস্যা ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এম এ মালেক বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের জনগণ হামলা-মামলা ও জুলুম-নির্যাতনের পাশাপাশি অধিকার বঞ্চিত ছিলেন। স্বৈরাচার পালিয়ে যাওয়ায় দেশের জনগণ শান্তিতে বসবাস করার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার-২৪ এর সমন্বয়ক সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী ও বিএনপি নেতা প্রভাষক খলিলুর রহমান, যুক্তরাজ্য বিএনপির নেতা অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী পারভেজ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জাকারিয়া মাহমুদ, ইতালি বিএনপি নেতা রিপন সরকার, যুক্তরাজ্য বিএনপি নেতা রাশেদুল হক, যুক্তরাজ্য বিএনপি নেতা মো. ইকবাল চৌধুরী, ইতালি বিএনপি নেতা সাইফুল আবেদীন, ইতালি বিএনপি নেতা আফিল উদ্দিন।

মতবিনিময় শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ এম এ মালিক পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা-মা ও আত্মীয়স্বজনের কবর জেয়ারত করেন।

বিকেলে দক্ষিণ সুরমা লালা বাজারে এ তেঁতলি বাজারে তিনি বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Read Entire Article