তালা ভেঙে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

1 month ago 6
পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আজগর আলী মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩২ বছর বয়সী হুমায়রা প্রায় দুই সপ্তাহ আগে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানি গণমাধ্যম ডন পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে, ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করা হয়েছে। আদালতের নির্দেশে গিজরি পুলিশ অ্যাপার্টমেন্টটি খালি করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বিকেল ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লে ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। অবশেষে তালা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তার মরদেহটি দেখতে পায়। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়।   তবে হুমায়রা মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মঙ্গলবার রাতে পোস্টমর্টেম সম্পন্ন হয়। এরপর পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, ‘মরদেহটি চূড়ান্তভাবে পচে গেছে। তবে মৃত্যুর কারণ এখন প্রকাশ করা যাবে না।’  স্থানীয় গণমাধ্যমের খবর, হুমায়রা আজগর আলী একাই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন। কিন্তু ২০২৪ সাল থেকে বাড়ির মালিককে ভাড়া দেন না তিনি। এমন অবস্থায় বাসা খালি করার জন্য আদালতের দ্বারস্থ হন বাড়ির মালিক।  প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের শিকার হননি অভিনেত্রী। পুরো অ্যাপার্টমেন্টের লোহার গেট, কাঠের দরজা, ব্যালকনির দরজা সবই লক করা ছিল। তবে আপাতত ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ নিজেদের কোনো সিদ্ধান্ত জানাবে না।  টিভি রিয়েলিটি শো ‘তামাশা ঘরে’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন হুমায়রা। ২০১৫ সালে তার অভিনীত ‘জালাইবি’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমা তাকে পরিচিতি এনে দেয়।
Read Entire Article