তিন জেলা ঘুরতে লাগবে মাত্র ৫ মিনিট!

4 hours ago 7

অর্থ ও সময়ের মধ্যে ভারসাম্য রাখা যে কোনো ভ্রমণপিপাসু ব্যক্তির জন্য অন্যতম চ্যালেঞ্জ। তবে সাশ্রয়ী খরচে সর্বোচ্চ সংখ্যক জেলায় গমন সবসময় সহজসাধ্য নয়। যদি বলা হয়, এক যাত্রাতেই তিন জেলা একসঙ্গে দেখতে পারবেন, সেটিও মাত্র ৫ মিনিটে! নিশ্চয়ই বিশ্বাস হবে না!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছুদিন আগে থেকে একটি ছবি ভাসছে। সেখানে দেখা যায়- দেশের তিনটি জেলার সীমানা এসে মিলেছে। জায়গাটি হলো- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রাজারহাট, বরগুনার বামনা উপজেলার লক্ষ্মীপুরা, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জোর খালি।

বরগুনার বামনা উপজেলার লক্ষ্মীপুরা এলাকার বাসিন্দা আব্দুল রশিদ কালবেলাকে বলেন, তিনটি জেলা একটি নদীর মোহনার মাধ্যমে একত্রিত করেছে। আমরা চাইলে পাঁচ মিনিটে তিনটি জেলা ঘুরতে পারি। সন্ধ্যার পরে আড্ডা দিতে আমাদের জেলা থেকে অন্য জেলায় চলে যাই। আমাদের জেলার ছেলেমেয়েরা পাশের জেলায় গিয়েও লেখাপড়া করেন। দূরত্ব কম হওয়ায় এক জেলার মানুষ অন্য জেলায় গিয়ে বাজার-সদাই করতে পারেন। তাছাড়া দূরদূরান্ত থেকে বিভিন্ন সময় এখানে লোকজন আসেন দেখতে।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা আবিদ হাসান কালবেলাকে বলেন, আমাদের অনেকের সেভাবে বাইরে যাওয়ার সুযোগ হয় না। তাই বলে অচেনাকে জানার আগ্রহ কিংবা অদেখা কোনো জিনিসকে নতুন করে দেখার আগ্রহ থেমে থাকবে, এমন আশা করা যায় না। জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের যেন এক অবারিত ভাণ্ডার। তাই তিন জেলার মানুষের কাছে স্থানটি যুগ যুগ ধরে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের প্রতীক হয়ে আছে।

Read Entire Article