তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড

5 hours ago 3

ঘরের মাঠে টানা চতুর্থ ওয়ানডেতে দুইশর আগে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ হার দেখেছে অস্ট্রেলিয়া। তবে সিরিজ খুইয়ে অবশেষে ভয়ংকর চেহারায় ফিরেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং।

ম্যাকেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২ উইকেটে ৪৩১ রানের পাহাড় গড়েছে অসিরা। এই ফরম্যাটে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

অস্ট্রেলিয়ার তিন ব্যাটার করেছেন সেঞ্চুরি। তারা হলেন-ট্রাভিস হেড, মিচেল মার্শ আর ক্যামেরন গ্রিন। হেড ১০৩ বলে ১৭ চার আর ৫ ছক্কায় খেলেন ১৪২ রানের ইনিংস। মার্শ ১০০ করেন ১০৬ বলে ৬ চার আর ৫ ছক্কায়। উদ্বোধনী জুটিতে তারা গড়েন ২০৫ রানের জুটি।

এরপর ৪৭ বলে সেঞ্চুরি হাঁকান গ্রিন। যা কিনা অস্ট্রেলিয়ার দ্বিতীয় দ্রুততম। ৫৫ বলে ৬ চার আর ৮ ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন গ্রিন। ৩৭ বলে অপরাজিত ৫০ আসে অ্যালেক্স ক্যারের ব্যাট থেকে।

কেশভ মহারাজ আর সেনুরান মুথুসামি নেন একটি করে উইকেট।

এমএমআর

Read Entire Article