তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অগ্রাধিকার দেবে: দুলু
জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু। সোমবার(৫ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গত দেড় বছর ধরে তিস্তা নদী রক্ষা আন্দোলন ও তিস্তা পাড়ের মানুষ ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও এই দাবি জানানো হয়েছিল। সে সময় জানুয়ারির প্রথম সপ্তাহে কাজ শুরুর আশ্বাস দেওয়া হলেও জানুয়ারি শেষ হয়ে গেলেও বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বক্তব্যকালে দুলু অভিযোগ করে বলেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারীরা কর্মরত রয়েছেন, যা আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এ কারণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বা
জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু।
সোমবার(৫ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গত দেড় বছর ধরে তিস্তা নদী রক্ষা আন্দোলন ও তিস্তা পাড়ের মানুষ ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও এই দাবি জানানো হয়েছিল। সে সময় জানুয়ারির প্রথম সপ্তাহে কাজ শুরুর আশ্বাস দেওয়া হলেও জানুয়ারি শেষ হয়ে গেলেও বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
বক্তব্যকালে দুলু অভিযোগ করে বলেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারীরা কর্মরত রয়েছেন, যা আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এ কারণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়ে দুলু বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যেন নির্বাচন ভূলুণ্ঠিত না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?