তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ

3 hours ago 6

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ঢাকা কলেজের আয়োজনে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা কলেজ ক্যাম্পাসে এ মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ক্যাম্পাসের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা৷

নর্থ বেঙ্গলের অন্তর্ভুক্ত রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার জেলা ছাত্রকল্যাণ সমিতির যৌথ আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন উত্তরবঙ্গের শতাধিক শিক্ষার্থী।

সমাবেশে বক্তব্য রাখেন উত্তরবঙ্গের ১৬টি জেলার জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়াও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধি—ছাত্রশিবির, বাম ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অন্য প্রগতিশীল সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, উত্তরবঙ্গের জীবন-জীবিকা তিস্তার ওপর নির্ভরশীল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকারকে অবিলম্বে এ প্রকল্প বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

তারা আরও বলেন, তিস্তা শুধু উত্তরবঙ্গের দাবি নয়—এটি পুরো বাংলাদেশের দাবি, এটি মানুষের প্রাণের দাবি। তিস্তা প্রকল্প বাস্তবায়ন মানে উত্তরবঙ্গের কৃষক বাঁচানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করা।

সরকার যদি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নেয়, তাহলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও বক্তারা সতর্ক করেন।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা মশাল হাতে ‘তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও’, ‘তালবাহানা নয়, এখনই তিস্তা বাস্তবায়ন চাই’ স্লোগান নিয়ে ঢাকা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করেন৷

এনএস/এমকেআর

Read Entire Article