তিস্তা সেচের বাঁধ ভেঙে খাল-ফসলি জমি একাকার, পাউবো বলছে ‘ইঁদুরের গর্তের কারণে’
নীলফামারীতে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর খালের বাঁ তীরের বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় বিস্তীর্ণ এলাকার ফসলি তলিয়ে যাওয়া ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বাঁধ ভাঙা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রতিবছর ‘নামমাত্র’ সংস্কারের দিকে আঙুল তুললেও বোর্ডের প্রকৌশলী বলছেন, ইঁদুরের গর্তের কারণে এই ধস, যা দ্রুত মেমারত করে সেচের ব্যবস্থা করা হবে। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়া এলাকায় দিনাজপুর খালের বাঁ তীরের বাঁধে ভাঙন দেখা দেয়। প্রায় ২০ ফুট অংশ ভেঙে গিয়ে ক্যানেলের (খাল) পানি আশপাশের ফসলি জমিতে ঢুকে পড়ে।