তুমি অথবা তোমার ছায়া এবং অন্যান্য

5 days ago 13

তুমি অথবা তোমার ছায়া

ভাবছি একটি বৃষ্টি দিনের কথা
গল্প মাখা বিকেল
ভাবছি—আর
ভাবতেই একটি তুমি অথবা তোমার ছায়া
হেঁটে আসে!
লিখছি, একটি বৃষ্টি দিনের কবিতা
শব্দহীন প্রতিটি ফোঁটা কাগজে
নিরেট আর স্বচ্ছ
লিখছি—আর
বারান্দার রেলিংয়ে কেউ হাসে
তখনো বৃষ্টি পড়ে
স্বচ্ছ কাগজ ভেজে
আমি আসলে ভাবছি একটি বৃষ্টি দিনের কথা।

****

চাঁদটি হাঁটছিল

চাঁদটি হাঁটছিল
অনেকদিন একা থাকার পর
কোথাও যাওয়ার ছিল
চাঁদটি হাঁটছিল—
পথ ছিল না
মেয়েটির পায়ে পায়ে জড়িয়ে
কিছু ভবঘুরে মেঘ
দুপুর পেরিয়ে গেলো—
অনেকদিন একা থাকার পর
চাঁদটি তখনো হাঁটছিল!

****

সুখ ও সুগন্ধী আঁচল

আমার সমস্ত বিষণ্নতা ঢেলে দিলাম
চায়ের কাপে
তুমি ধোঁয়া হয়ে উঠে এসো বুকে!
আমার অস্থিতে এখন নির্জনতা
দু’আঙুলের করে ধরা ধোঁয়ার সুখফুল
নির্ভরতার সিঁড়ি খুঁজি
সুগন্ধি আঁচলে
টেবিলে চা’র কাপ; ধোঁয়া হয়ে উঠে এসো
বুকে।

এসইউ/জেআইএম

Read Entire Article