তুমি ও অন্যান্য

2 weeks ago 19

তুমি-১
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

তুমি আমার অল্পকথার গল্প
তুমি শব্দটি উচ্চারণমাত্র
কি উথালপাথাল শুরু হয় হৃৎপিণ্ডে
তুমি জীবনের অসহায় বাস্তবতার
বিপরীতে আত্মার অফুরন্ত উচ্ছ্বাস
শুধু তোমার জন্যই এ ভূমণ্ডল
অহরহ তোলপাড় করি, অহরহ তোলপাড়।

বিপুল অনাবাদি জমিন করেছ ফলনযোগ্য
একটু উষ্ণতার জন্য স্বপ্নস্তম্ভ জীবনের তরে
জীবন ঘিরে পাঁজরের ভাঁজে ভাঁজে জমা করেছি
মহাব্যাকুলতায় তোমার সৃজনে সৃজনে
পূর্ণতা পেয়েছে চোখের পলকের স্থায়িত্বের সৌন্দর্য।

তোমাকে যথেষ্ট যত্ন করে ভাবিনি
বুদ্ধের সৌম্য মূর্তির অবয়বের মতো
শুভ্র-সজীবতায় অসীম-অতল সুন্দর
তুমি সময়ের আয়না, দিনের অগ্রভাগের সূর্যরশ্মি
ফসলি প্রসন্নতায় গুছিয়ে দিয়েছ বিপন্নতা।

তুমি-২

তোমার মনটা সত্যিই জলের মতো
কোনো কিছু দিয়েই দাগ কাটানো যায় না
তুমি হলে সর্বংসহা, মনের মধ্যে বেদনা পুষো না
আমাকে তুমি তোমার কাছে নাও।

তুমি অন্যের কষ্টটাই বড় করে দেখো
নিজের কষ্ট গৌণ রেখে, পাথরচাপা বুকে
জয়পরাজয় দুই-ই মেনে নিয়ে বুঝিয়েছো
পরাজয়ের ভিটেমাটিতেই জয়ের পতাকা ওড়ে।

সামর্থ্যের চেয়েও স্বপ্ন খুব জরুরি
স্বপ্ন জাগায়, পথ দেখায়; স্বপ্নই আলো ছড়ায়
মধুগন্ধভরা ওষ্ঠ বাড়িয়ে তুমি বহুবার বলেছো
‘মানুষ তার স্বপ্নের সমান বড়’।

তুমি-৩
তোমার ওষ্ঠের ছোঁয়ায় মুছে গেছে কষ্টের রেখাগুলো
প্রত্যয়ের মুহুর্মুহ বিস্ফোরণে হয়েছে চৌচির
নষ্টভ্রষ্ট সৃষ্ট পরিপার্শ্ব, জীবনের পথ করেছে অবারিত
এখন আমি ইচ্ছেঘুড়ি, যেমন তেমন ছুটে বেড়াই ।

দু’কূলভরা আনন্দপ্রবাহের প্লাবনে
ধুয়ে গেছে বেদনার গার্হস্থ্য সন্ন্যাস
ঋতু বুঝে অনেকেই প্রেমিক হয়ে উঠেছে
তোমার কণ্ঠ-রসের তরল ক্ষমায়
নিশ্চিহ্ন হলো বিষণ্ণতার সব গল্প এবং
ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে ধূসর সম্ভাবনা।

তোমার ভালোবাসা আদিগন্ত মাঠের মতো দৈর্ঘ্য
আমার আত্মা তো তোমাতেই সমর্পিত ।

এইচআর/জেআইএম

Read Entire Article