তুরস্কে ৪.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

2 days ago 5
তুরস্কের পশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশে ৪.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩৫ মিনিটে স্থানীয় সময় সিনদিরগি জেলায় কম্পনটি অনুভূত হয়। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৭ দশমিক ৭২ কিলোমিটার গভীরে।  শুধু বালিকেসির নয়, আশপাশের একাধিক প্রদেশ এবং উপকূলীয় শহর ইজমিরেও ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়। হঠাৎ কম্পন শুরু হলে মানুষ ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কেউ কেউ আবার দৌড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পের পরপরই জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম শুরু করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এক বিবৃতিতে বলেন, ‘বালিকেসিরের সিনদিরগিতে ৪.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। আশপাশের প্রদেশগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের টিম মাঠে নেমে কাজ শুরু করেছে।’  জাতীয় সংসদের স্পিকার নুমান কুরতুলমুসও সামাজিকমাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। তিনি লেখেন, ‘আমি বালিকেসিরের সিনদিরগি জেলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকল নাগরিকের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে সব দুর্যোগ থেকে সুরক্ষিত রাখুন।’ ভূমিকম্পের প্রভাব সাধারণ মানুষের জীবনে আতঙ্ক তৈরি করেছে। অনেকে জানিয়েছেন, কম্পনের সময় তারা প্রবল ভয় পেয়েছিলেন। বিশেষ করে ইজমিরের বহুতল ভবনে বসবাসকারীরা আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পর বহু মানুষ দীর্ঘ সময় ধরে রাস্তায় অবস্থান করেছেন। কেউ কেউ আবার আফটারশকের ভয়ে ঘরে ফেরেননি। এর আগে তুরস্কে একাধিক শক্তিশালী ভূমিকম্প ভয়াবহ প্রাণহানি ঘটিয়েছে। তাই প্রত্যেকটি কম্পন দেশটির জনগণের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তোলে। তবে এবারের ভূমিকম্পে এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে। তারা ভবন ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে। সূত্র : তুর্কি টুডে   
Read Entire Article