ঢাকার তুরাগ নদী এলাকায় ডিএমপির পক্ষ থেকে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি স্থগিতের যে আদেশ জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (০৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এর আগে ১৮ ডিসেম্বর ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়েছিল।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় ডিএমপির পক্ষ থেকে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি স্থগিতের যে আদেশ জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো। যা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন নিহত হন। এরপরই ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।