তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিতে পারবেন সিভিল সার্জনরা

4 months ago 122

স্বাস্থ্যখাতে জেলা পর্যায়ে নিয়োগ ও বদলি কার্যক্রমের বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে সরকার। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ ও বদলি এতদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে করা হতো। কিন্তু এখন থেকে জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১-২০ গ্রেড) কর্মচারী নিয়োগের দায়িত্ব এখন সিভিল সার্জনদের ওপর ন্যস্ত করা হয়েছে।

এ বিকেন্দ্রীকরণের ফলে প্রতিটি জেলার সিভিল সার্জন তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবেন। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত এবং দক্ষভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সিভিল সার্জনদের মাধ্যমে নিয়োগ পরিচালনার ফলে স্থানীয় চাহিদা ও বাস্তবতা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন সহজ হবে।

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের সব ক্ষেত্রেই দুর্নীতি জড়িয়ে রয়েছে। এই দুর্নীতি থেকে যদি আমরা মুক্ত হতে না পারি, তাহলে দুর্নীতির কারণে নিয়োগ বদলির ক্ষমতা আবার মন্ত্রণালয়ে ফিরে আসবে।

এটি যেন না হয় সেজন্য তিনি সিভিল সার্জনদের সততার সঙ্গে দায়িত্ব পালন করার পরামর্শ দেন। সোমবার (১২ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত সিভিল সার্জন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রাজধানীসহ সারাদেশে এ মন্ত্রণালয়ের অধীন চিকিৎসক নার্স ও অন্যান্যসহ সর্বমোট অনুমোদিত পদের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৭১১ টি। বর্তমানে কর্মরত রয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮৩৪ জন। শূন্যপদের সংখ্যা ৭৭ হাজার ৮৭৭টি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আরও বলেন, আপনারা কিছু কাজকে ডিসেন্ট্রালাইজ (বিকেন্দ্রীকরণ) করতে চেয়েছিলেন, আমরা সেটা করেছি। জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ ও বদলি সিভিল সার্জনরা করতে চেয়েছেন, সেটার প্রজ্ঞাপন আমরা করে দিয়েছি। বিভাগীয় পর্যায়ে এ দায়িত্ব পরিচালকের হাতে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আপনারা যাতে অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারেন সেজন্য কিছু কিছু আর দায়িত্ব ক্ষমতা আপনাদের হাতে দেওয়া হয়েছে। কিন্তু এই বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ বদলী আবার যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফেরত না আসে।

এমইউ/এএমএ/এমএস

Read Entire Article