কেউ নাস্তা খেয়েছেন, কেউ ভালোভাবে খেতেও পারেননি। নেপালের উদ্দেশ্যে বেলা দেড়টার ফ্লাইট ধরতে হবে। তড়িঘড়ি করে বিমানবন্দরে পৌঁছে বোর্ডিং পাশ নিয়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতাও হয়েছে। কিন্তু জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমানে উঠতে পারেননি। তার আগেই খবর এলো নির্ধারিত সময়ে ফ্লাইট যাচ্ছে না। হজরত শাহ জালাল বিমানবন্দরের বিমান কর্তৃপক্ষ জাতীয় দলকে জানিয়েছে, নতুন সিডিউলে নেপালে যাবে বাংলাদেশ বিমান। জাতীয় দলের... বিস্তারিত