তেহরানে আবারও হামলা চালাল ইসরায়েল

2 months ago 35

তেহরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক স্থাপনাকে এ হামলায় নিশানা করা হয়েছে। 

বুধবার (১৮ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেহরানে বিমান হামলা চালানো হয়েছে। এ হামলায় ইরানি সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে ইসরায়েল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ইরানের রাজধানীর পশ্চিমে কারাজের পায়াম বিমানবন্দরের কাছে একটি বোমা হামলার দৃশ্য দেখা যাচ্ছে। এর কিছুক্ষণ আগে ইসরায়েল জানিয়েছে, তারা আবার তেহরানে হামলা চালাচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। দেশটির চালানো এ হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

تصاویر دریافتی با شرح: "انفجار در حوالی فرودگاه پیام در ماهدشت کرج"#Iran #israel pic.twitter.com/xKh1J3vK9j

— Vahid Online (@Vahid) June 18, 2025
Read Entire Article