ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরাক। বাগদাদ একে ফিলিস্তিনি অধিকার রক্ষার ক্ষেত্রে একটি সাহসী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্তগুলো দায়িত্বশীল ও প্রশংসনীয়। মন্ত্রণালয় আবারও তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের পূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা সবসময় সমর্থন দিয়ে যাবে। একই সঙ্গে তারা অন্যান্য দেশকেও আন্তর্জাতিক প্রস্তাবের আলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে এ বছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও একই সিদ্ধান্ত নিয়েছিল। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শিগগিরই আরও কিছু ইউরোপীয় দেশ এই ধারায় যুক্ত হবে। সূত্র : শাফাক নিউজ