হিমালয়ের কোল ঘেঁষে শুটিং চলছিল সালমান খানের নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর। পাহাড়ি ঝোড়ো হাওয়া, হাড় কাঁপানো ঠান্ডা আর শ্বাসরুদ্ধকর উচ্চতা, সব মিলিয়ে যেন বাস্তব যুদ্ধক্ষেত্র। ঠিক সেই সময়েই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা! শুটিংয়ের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বলিউডের ভাইজান সালমান খান। অক্সিজেনের ঘাটতি আর জমাট ঠান্ডার মধ্যে প্রাণপণ অ্যাকশন দৃশ্য করতে গিয়ে চোটও পান তিনি। ফলে মুহূর্তেই থমকে যায় পুরো শুটিং সেট।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, লাদাখের যে জায়গায় সালমান শুটিং করছিলেন সেখানকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রিরও নিচে, ছিল অক্সিজেনের অভাবও। প্রায় ১৫ দিন ধরে সিনেমার শুটিং করছিলেন সালমান। অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়েই আহত হন অভিনেতা।
চিকিৎসকের কথায়, সালমানের চোট খুব একটা গুরুতর নয়। তবে বিশ্রাম দরকার। এই মুহূর্তে মুম্বাইয়েই রয়েছেন এই অভিনেতা। বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। সালমান একটু সুস্থ হলেই, ফের মুম্বাইয়ে এই ছবির শুটিং শুরু হবে।
এর আগে সোশাল মিডিয়ায় তার আগামী ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ এর প্রথম ঝলক শেয়ার করেছিলেন সালমান। সে সময় বরফ উপত্যকায় অভিনেতা দেখা যায় একেবারে মারকুটে অবতারে। রক্তাক্ত শরীরে, সলমনের অ্য়াকশন প্যাকড চেহারায় ফের অনুরাগীদের মধ্যে হইচই ফেলে দিয়েছিলেন সালমান।
অপূর্ব লাখিয়ার পরিচালনায় এ সিনেমায় সালমানের পাশাপাশি অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, অভিলাস চৌধুরী সহ আরও অনেকে।