তোমার অপেক্ষায়

3 months ago 173

তোমার অপেক্ষায় দিন কাটে,
বিকেলের রোদ জানালার ফাঁকে ঢুকে পড়ে,
হলুদ রঙে ভিজিয়ে দেয় দেওয়াল,
আর আমি অবাক হয়ে দেখি—
তোমার ছায়া এখনো রয়ে গেছে।

নদীর পাড়ে বসে থাকা কিছু নুড়ি পাথর,
যেন আমাদের ফেলে আসা গল্পের মতো,
তোমার হাসির মতো নরম,
আমার চোখের জলের মতো কঠিন।

এভাবে তোমার স্মৃতির খুচরো পয়সা,
আমি জমিয়ে রাখি বুকের গোপন খামে,
কখনো হয়তো ফিরে আসবে তুমি,
একটা পুরোনো বিকেলের হাত ধরে।

এসইউ/এমএস

Read Entire Article