দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার গৌরবময় পথচলার তৃতীয় বর্ষপূর্তি থানচিতে অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। পত্রিকাটি তাদের তিন বছর পূর্তি উদযাপন করেছে ‘সত্য, সাহস, সুন্দর’ স্লোগানকে সামনে রেখে। এবারের অনুষ্ঠানে খুদে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় বলীপাড়া বিএনকেএস হলরুমে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই উদযাপন শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষাবিদরা। বক্তারা বলেন, ‘আঁধার পেরিয়ে’ স্লোগান নিয়ে যে নবযাত্রা শুরু হয়েছিল, মাত্র তিন বছরেই কালবেলা তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক হৃদয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, দৈনিক কালবেলা ‘সত্য, সাহস, সুন্দর’ এই প্রত্যয়কে ধারণ করে তরুণ প্রজন্ম এবং খুদে সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কালবেলার থানচি প্রতিনিধি চহ্লামং মারমা বলেন, কালবেলা পরিবার সবসময় সত্যের পক্ষে, মানুষের পক্ষে কথা বলে। আমরা বিশ্বাস করি, আজকের খুদে সাংবাদিকরাই আগামী দিনের সাহসী কণ্ঠস্বর। সবার ভালোবাসা ও সমর্থনে আমরা সামনের দিনগুলোতেও আমাদের স্লোগান ‘সত্য, সাহস, সুন্দর’-এর প্রতি অবিচল থেকে বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করে যাব।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল খুদে সাংবাদিকদের সরব উপস্থিতি। তারা র্যালিতে উৎসাহের সঙ্গে আলোচনা সভায় অংশ নেয়। খুদে সাংবাদিকরা এই ধরনের জাতীয় পত্রিকায় যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।