থুথু মিশিয়ে রুটি তৈরি, অতঃপর...

2 hours ago 5
রুটি তৈরির সময় তাতে থুথু মিশিয়ে বিক্রি হচ্ছিল দোকানে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রুটি তৈরি করার সময় তাতে থুথু মেশাচ্ছে এক যুবক। তার নাম ইরফান। একের পর এক রুটি হাতে করে বেলে নিচু হয়ে মুখ থেকে তাতে থুথু ফেলেন তিনি।  আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই খাবারের দোকান পরিদর্শনে আসে পুলিশ। এরপর অভিযুক্ত ইরফানকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এই আনন্দবাজার জানিয়েছে, ইরফান বিজনৌর জেলার ধামপুরের নাই বস্তির বাসিন্দা।  বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দিরাপুরমের সহকারি পুলিশ কমিশনার স্বাধীন কুমার সিং। যুবকের এই কাণ্ডের তীব্র সমালোচনা করেছেন স্থানীয়রা। এর আগে গেল মাসেও একই ঘটনা ঘটেছিল গাজ়িয়াবাদের একটি ধাবায়। ওই সময় মোদীনগর থানার কৃষ্ণনগরের একটি হোটেলে কর্মীকে তন্দুরি রুটিতে থুথু দিতে দেখা গেছে। ওই হোটেলকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছিল।
Read Entire Article