দক্ষিণ আফ্রিকার ৩০১ রান টপকে নাটকীয় জয় বাংলাদেশের

3 months ago 14

১৮ বলে দরকার ৩৮ রান। হাতে মাত্র ৩ উইকেট। ক্রিজে স্বীকৃত ব্যাটার কেউ নেই। বাংলাদেশ ইমার্জিং দল এই ম্যাচটা হারতে যাচ্ছে, ধরে নিয়েছিলেন সবাই। সেখান থেকে নাটকীয় মোড়। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ সামলে অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়েছে আকবর আলির দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়া সেপার মুগকাগাকেনের ৪৯তম ওভারে রাকিবুল হাসান টানা দুটি এবং তোফায়েল হাঁকান একটি ছক্কা। তাতেই ম্যাচ বের হয়ে আসে। শেষ ওভারে ৬ বলে ৭ নিতে আর কষ্ট হয়নি বাংলাদেশের।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল।

বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন ওপেনার রবিন। ৮৯ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া আরেক ওপেনার জিসান আলম ২৭ বলে ৩১, আরিফুল ইসলাম ৬৮ বলে ৩৬ রান করেন।

তোফায়েল ২০ বলে ২৪ আর রাকিবুল ১০ বলেই ২৪ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।

এর আগে দক্ষিণ আফ্রিকা তিনশোর্ধ্ব সংগ্রহ পায় কনর এস্টেরহুইজেন আর এন্ডিলে সিমেলেনের ব্যাটে। এস্টেরহুইজেন ৬৯ বলে ৭১ আর আট নম্বরে নেমে সিমেলেনে ৩৯ বলে খেলেন ৬১ রানের ঝোড়ো ইনিংস।

বাংলাদেশের রিপন মন্ডল ৮৪ রানে ৩টি আর আহরার আমিন ৫১ রানে শিকার করেন ২টি উইকেট।

এমএমআর/জেআইএম

Read Entire Article